“অগ্রদূত”

 কোনো এক কালে তুমি এসেছিলে বীরের বেশে,

নবনির্মাণ করতে মোদের এই জরাজীর্ণ কুটির

দুর্যোগকালে এসেছিলে বলে তোমাকে পাই নি কাছে,

শুধু পেয়েছি তোমারি কর্ম

উঁচু চেয়ারটি তোমারি জন্য কেঁদে গেলেও তুমি করেছ প্রত্যাখ্যান,

এসে বসেছ তালিবদের সাথে

আমি কর্মজীবি দেখেছি,

দেখেনি কর্মকে ভালবেসে আগলে নিতে তোমারি মতো

আমি হাজারো গল্প শুনেছি তোমারি দরবারের,

খালি হাতে কেহ নাহি ফিরে, থেকে তোমারি

তুমি সুন্দর, সুন্দর তোমারি কর্ম

তুমি বীর, তুমি রণাঙ্গানে উড়াও ধুলো

তুমি ভালবাসা, তুমিই যে মোদের আশা

ব্যার্থ আমারি কলম গাইতে প্রশংসা তোমারি

তুমি এসেছিলে বীরের বেশে, যাচ্ছো বীরের বেশে

রণাঙ্গনে মোদের একা ফেলে

অজ্ঞাত নহে হাসিতে লুকোনো তোমারি বিরহ

জানিনা করেছে কে প্রত্যাখ্যান, করেছে অবহেলা

কারণে হলে তুমি অভিমানী

যেতে দিতে ইচ্ছেতো নাহি হয়,

ফিরে এসো আবার এই কুটিরে

করিও সৌভাগ্যবান আগামী প্রজন্মকে

------------সাইফুল ইসলাম


Post a Comment

0 Comments