অগ্রদূত এর বিদায় ক্ষণে।

সৌজন্যে- আহনাফ আহমেদ, ব্যাচ-২০১, ইইই বিভাগগ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ



. এস এম শিহাবুদ্দিন!

সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান, ইইই বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

যেন একটা আবেগ, ভরসা, ভালবাসা, প্রেরণা, বিশ্বাস এবং হাজারো শিক্ষার্থীর আশ্রয়স্থলের নাম।

জীবনে অনেক কিছু সাইপাস লিখেছি। তন্মধে কিছু ভালবেসে কিছু আবেগে, আবার কিছু লিখেছি নেহাতই লেখার জন্য লেখা। তবে আজ যাকে নিয়ে লিখতে যাচ্ছি তিনি আমার মেনটর, শিক্ষক, এবং মন থেকে তাকে আমি বড়ভাই মানি এবং বড়ভাই হিসেবে শ্রদ্ধা করি। তাকে অনেক আগেই বড় ভাইয়ের জায়গায় স্থান দিয়েছি।

এবার আসি মূল কথায়।

স্যার এসেছিলেন আজ থেকে দুই বছর আগে এই সবুজের বুকে। ইইই বিভাগের চেয়ারম্যান হিসেবে।তাকে আমি পেয়েছি আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রাকাংশে। তার হাতের ছোঁয়ায় আমরা তথা আমাদের ডিপার্টমেন্ট কতটা সমৃদ্ধ হয়েছে সে কথা সবারই জানা। তাই সেই বিষয়ে আর পুনরায় আলোকপাত না করি। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরে আমাদের ডিপার্টমেন্ট এখন তার ছোয়ায় অন্যতম সফলতার গল্প।

আজ ছিল সেই ভালবাসার শিক্ষকের বিদায় অনুষ্ঠান। ভাবা যায়! যার জন্য আমরা উদ্ভাবনী চিন্তা করতে শিখেছি, যার জন্য আমরা সফলতার স্বপ্ন দেখতে শিখেছি, যার জন্য আমরা দূর্গম পথ সহজেই হাঁটতে শিখেছি, সেই মহান ব্যক্তি আজ চলে যাচ্ছেন!

সত্যি বলতে আমি এখনও মেনে নিতে পারছিনা। কষ্ট হচ্ছে খুব। এত তাড়াতাড়ি আপনার ছত্রছায়া থেকে শিক্ষকরা এবং আমরা বঞ্চিত হবো কখনো ভাবিনি স্যার। আজ আপনি যখন কেঁদে ফেললেন, বিশ্বাস করেন স্যার অন্তর ফেঁটে কান্না চলে আসছিল। তখন ভাবছিলাম, কে এখন বলবে,,, আহনাফ তোমার উপস্থাপনা ভাল হচ্ছে, তুমি গ্রো করছো। কে বলবে,, তোমার লেখা আমি পড়েছি ফেসবুকে, অনেক ভাল লিখেছ। কেকে! কে!

তিনি এমনই এক সুপার হিরো, যার বিদায়ের কথা শুনে শত শত শিক্ষার্থী তার ছবি নিজের প্রফাইল পিকচার হিসেবে সেট করেছে। এই তালিকায় শুধু ইইই বিভাগের নয় অন্য বিভাগের শিক্ষার্থীরাও সংযুক্ত। যার বিদায়ে সব শিক্ষার্থীর নয়ন যুগল ছিল অশ্রুসিক্ত। সেই তালিকায় কিন্তু শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরাও আছেন।

ভালবাসি স্যার, অনেক ভালবাসি। আপনার কথার সাথে তাল মিলিয়েই বলতে চাই। আমরাই ইইই গ্রিন, আমরা কারো কাছে মাথানত করব না। আপনার অপূর্ণ  ইচ্ছা বাস্তবায়নের লক্ষে আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।

ভালবাসি আপনাকে প্রিয় স্যার, বড় ভাই। জীবনের শেষ দিন অব্দি আপনাকে শ্রদ্ধা করে যাবো এবং আপনার এনার্জিটিক কর্মক্ষমতার কথা স্মরণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ এবং কাজকে আপনার মত শুধু প্রফেশনাল জায়গা থেকেই না ভালবেসেই করব।

পরিশেষে আপনার কান্নাজড়িত কন্ঠের সেই বাক্যের সাথে তাল মিলিয়ে বলতে চাই স্যার; আপনার মত আমাদের আপনার প্রতি ভালবাসাতেও কোনো খাঁদ নেই স্যার।

 


Post a Comment

1 Comments

  1. Mr Casino & Sports Betting - DrmCAD
    Mr Casino 인천광역 출장마사지 & Sports Betting - 평택 출장샵 DrmCAD - A 군포 출장안마 great place to 전라북도 출장마사지 take your gambling action and to gamble responsibly. Read DrmCAD reviews, compare casino offers 서울특별 출장샵 & get more

    ReplyDelete